Article Submit


    ক. ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় লেখা পাঠানোর নিয়মাবলি

    ১. শিল্প-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীববিজ্ঞান, তথ্য-প্রযুক্তিসহ জ্ঞান-বিজ্ঞানের বিষয়ে লিখিত যে কোনো মৌলিক প্রবন্ধ, যা অন্য কোনো গবেষণা পত্রিকায় প্রেরিত হয়নি বা ইতোমধ্যে ছাপার জন্য মনোনীত হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় প্রকাশের জন্য বিবেচনা করা হয়।
    ২. সম্পাদকের নিকট প্রেরিত প্রবন্ধ দুইজন বিশেষজ্ঞ মূল্যায়নকারী কর্তৃক মূল্যায়নের পর এই পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।
    ৩. গবেষণা প্রবন্ধের ২ কপি সম্পাদকের নিকট সরাসরি বা ইমেইল যোগে প্রেরণ করতে হবে।
    ৪. প্রেরিত প্রবন্ধের প্রথম পৃষ্ঠায় শুধু প্রবন্ধের শিরোনাম, লেখকের নাম, প্রাতিষ্ঠানিক পরিচিতি/পদবি লিপিবদ্ধ থাকবে। মূল প্রবন্ধ শিরোনামসহ ২য় পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। ২য় পৃষ্ঠায় লেখকের কোনো নাম থাকবে না।
    ৫. প্রবন্ধের মূল পাঠ A4 কাগজে ১২ পয়েন্ট বাংলা ‘সুতন্বীএমজে’ অথবা ‘সুতন্বীওএমজে’ ফন্টে ২ লাইনের মাঝখানে ১.৫ ফাঁক রেখে দুই দিকে সমতা (justified) বিধান করে পাঠাতে হবে। কাগজের উপরে ও নিচে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে।
    ৬. মূল পাঠে সংগতি রেখে যথাসম্ভব অধ্যায় (chapter) ও উপ-অধ্যায়ে (sub-chapter) ভাগ করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে অধ্যায় ও উপ-অধ্যায়কে শিরোনামসহ যথাক্রমে ১ ও ১.১, ১.১.১ ইত্যাদিতে বিন্যস্ত করা যেতে পারে।
    ৭. মূল পাঠে সারণি (table) ও চিত্রাদি থাকলে সেগুলির পর্যায়ক্রমিক সংখ্যা যেমন : ১, ২, ৩ ইত্যাদি প্রদান করতে হবে। প্রত্যেক চিত্রের একটি যথাযথ আখ্যাও (caption) দিতে হবে।
    ৮. প্রবন্ধের শুরুতে অনধিক ১৫০ শব্দের মধ্যে একটি ইংরেজি সারসংক্ষেপ থাকতে হবে।
    ৯. প্রবন্ধে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করা বাঞ্ছনীয়। তবে উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানান অপরিবর্তিত থাকবে।

    বিস্তারিত

    en_USEnglish