ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা একটি গবেষণাধর্মী পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে এবং এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি ১৯৮৮-র অক্টোবর পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন অধ্যাপক এ দায়িত্ব পালন করে আসছেন। সম্পাদককে সহায়তা করার জন্য একটি সম্পাদনা পরিষদ রয়েছে।
পত্রিকাটি প্রথম চার বছর (১৯৭৩-১৯৭৬) বছরে একবারমাত্র ডিসেম্বরে প্রকাশিত হতো। ১৯৭৭-১৯৮৩ পর্যন্ত বছরে দুবার জুন ও ডিসেম্বর এবং ১৯৮৪-তে জুন ও অক্টোবর সংখ্যা হিসেবে দুবার প্রকাশিত হয়। ১৯৮৫ থেকে এটি ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর সংখ্যা হিসেবে বছরে তিনবার প্রকাশিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে প্রকাশিত এটিই একমাত্র পত্রিকা যা এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ পেয়ে থাকেন। এ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধাবলির বিষয়বৈচিত্র্যও সর্বাধিক। সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, চারুকলা, সঙ্গীত, ব্যবসা-বাণিজ্য, আইন, বিজ্ঞান, সামাজিক-বিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি যেকোনো বিষয়ে বাংলায় লেখা গবেষণামূলক প্রবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য গৃহীত হয়।
সাম্প্রতিক প্রকাশনা
- সমরেশ বসুর খণ্ডিতা : জীবন ও রাজনীতির রূপায়ণ-পারভীন আক্তার
- কাইয়ুম চৌধুরীর চিত্রকলায় মুক্তিযুদ্ধ-মোঃ বনি আদম
- আহমদ শরীফ প্রদত্ত স্মারক বক্তৃতা-মো. রিজাউল ইসলাম
- বাংলা টাইপোগ্রাফিক গ্রন্থ-প্রচ্ছদ : চিহ্নতাত্তি¡ক বিশ্লেষণ-ভদ্রেশু রীটা
- বিবেকানন্দের শিকাগো ভাষণ ও রচনা বিষয়বৈচিত্র্য ও গদ্যশৈলী-মিলটন কুমার দেব
দি ঢাকা ইউনিভার্সিটি স্টাডিস
- The emergence of Nata Sankirtana: A Ritualistic Dance Performance by Warda Rihab
- Rohingya Crisis from a Geopolitical Lens: Power Struggle over Regional Hegemony shadowing the Humanitarian needs by Zarin Tasnim Rashid, A. B. M. Najmus Sakib
- Fairs and Females: A Socio-cultural Perspective of 19th and 20th Century Bengal by Fairooz Jahan, Taskia Haq Lyric
- The Dhaka University Studies-Vol. 79, No. 1-2, January-December 2022 (Full)
- Dhaka University Journal invites research essay for 104th issue